ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কৃষি জমি রক্ষায় সরকারি পদক্ষেপ প্রয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
কৃষি জমি রক্ষায় সরকারি পদক্ষেপ প্রয়োজন

ঢাকা: কৃষি জমি রক্ষায় সরকারি পদক্ষেপ প্রয়োজন, এমনই বক্তব্য উঠে এসেছে বাংলাদেশ কৃষক ফেডারেশনের আলোচনা সভায়।

শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর তোপখানা রোডে ‘কৃষকের জমি-কৃষকের আগামী’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ বিষয়ে জোর দেন।



কৃষি জমি রক্ষায় সরকারি পদক্ষেপ প্রয়োজন; প্রয়োজন সবার সচেতনতা। তা না হলে আমাদের দেশে খাদ্য ঘাটতির চরম দুর্ভোগে কবলিত হবে, বলেন বক্তারা।

নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী।

আরও বক্তব্য রাখেন এনডিবি সিনিয়র ভাইস চেয়ারম্যান ও কিষাণি সভার সভাপতি শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় শিক্ষাধারার সভাপতি ড. সাকিল আল মামুন, কৃষক ফেডারেশনের সহ-সভাপতি শেখ হাবিব খোকন, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম কামাল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহামুদ হাসান তাহের, নারায়ণগঞ্জ জেলা শিক্ষাধারার উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিকধারার সাংগঠনিক সম্পাদক ডা. নূরজাহান আক্তার নীরা, শিক্ষাধারার যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রধান, কিষাণি সভার সহ-সাংগঠনিক সম্পাদ ফেরদৌসী বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।