ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কক্সবাজারে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
কক্সবাজারে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে কক্সবাজার সদরের ঈদগাঁও ও শহরের হাসপাতাল সড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানান কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী।



আটকরা হলেন- জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আল-আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম (৩২), শিবির ক্যাডার শাহাবুল হুদা (৩০), আব্দুস সাত্তার (২৭), মোস্তাক আহমদ (২৮), মাহবুব সিদ্দিক (২৭), ঈদগাঁও  সাংগঠনিক উপজেলা জামায়াতের নেতা ডা. সোলায়মান মোর্শেদ (৩৮), হাকিম আলী (৪২), আইয়ুব আলী (২৫)।

ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কক্সবাজার শহরসহ জেলাব্যাপী নাশকতা চালানোর লক্ষে শহরের হাসপাতাল সড়কের একটি আস্তানায় ১৫/২০ জন জামায়াত-শিবির নেতাকর্মীর গোপন বৈঠক চলছে, এমন খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ অভিযান চালায়। এসময় ৫ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

আটকদের প্রত্যেকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও  জানান ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে বিকেলে কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে ৩ জন জামায়াত নেতাকর্মীকে আটক করার কথা জানান ওসি।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, শুক্রবার বিকেলে ঈদগাঁও জালালাবাদ এলাকায় বেশ-কিছু সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী নাশকতা চালানোর জন্য গোপন বৈঠক করছে, এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি বখতিয়ার।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।