ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

জেহাদ স্মৃতিস্তম্ভে বিএনপির পুস্পস্তবক অর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
জেহাদ স্মৃতিস্তম্ভে বিএনপির পুস্পস্তবক অর্পণ ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বৈরাচার বিরোধী গণ-আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ২৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিহাদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জেহাদের পরিবার ও জেহাদ স্মৃতি পরিষদ।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় দৈনিকবাংলা মোড়ে জেহাদ স্মৃতি স্তম্ভে তার স্মরণে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।



বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, জিহাদ স্মৃতি পরিষদের সভাপতি ও বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবীব ও ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও জিহাদের পরিবারের পক্ষে তার ভাই আল এমরান, কে এম বশির, কে এম শরষ উদ্দিন, কে এম শহীদ এবং বড় বোন চামেলী মাহবুব পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এফবি/এইচআর/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।