ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান রিপনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
দেশের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান রিপনের ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: দেশের স্বার্থে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

শনিবার(১০ অক্টোবর) এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এ আহবান জানান।



প্রেসবিজ্ঞপ্তিতে রিপন বলেন, কয়েকটি রাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে। অধিক নিরাপত্তার প্রশ্নে দেশের পর্যটন মেলা স্থগিত হয়ে গেছে। বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত বিদেশিরা কর্মস্থল ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। এ অবস্থায় জাতি হিসেবে আমরা উদ্বিগ্ন।

তিনি বলেন, দেশে ধর্মীয় উগ্রবাদের কোনো তৎপরতা নেই। তারপরও যখন এ ধরনের দাবি উঠেছে, তখন তা খতিয়ে দেখতে হবে। এ ধরনের সব চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করতে হবে। জাতীয় স্বার্থে যাবতীয় জাতীয় সংকটে সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করা জরুরি।

প্রেসবিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, আমরা বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোকে বলতে চাই-বাংলাদেশের সব ধর্মের মানুষ ধার্মিক। কিন্তু তারা ধর্মান্ধ নন। তারা কোনোমতেই কোনো উগ্রপন্থাকে প্রশ্রয় দেন না বরং ঘৃণা করেন। এমন একটি রাষ্ট্রে বিদেশিসহ সব মানুষ নিরাপদবোধ করবেন-এটাই আমাদের প্রত্যাশা।

রিপন বলেন, সম্প্রতি দু’জন বিদেশি নাগরিকের হত্যাকাণ্ড ও এর সঙ্গে ‘আইএস’ সংশ্লিষ্টতার বিষয়টি আমাদের আন্তর্জাতিক মিত্ররাও খতিয়ে দেখছে। সরকারও স্পষ্ট করে জানিয়েছে-এদেশে ‘আইএস’ এর কোনো অস্তিত্ব নেই। বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে। কিন্তু সরকার অভিযোগ আনছে বিএনপির বিরুদ্ধে। আমরা এর নিন্দা জানাই ও অভিযোগ প্রত্যাখ্যান করছি।

প্রেসবিজ্ঞপ্তিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের গ্রেফতার হওয়া নেতাকর্মীর মুক্তি দাবি করেন রিপন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
প্রেসবিজ্ঞপ্তি/পিসি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।