ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগকে অপ্রিয় করতে বিদেশি নাগরিক হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
আ.লীগকে অপ্রিয় করতে বিদেশি নাগরিক হত্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: বিশ্বের কাছে আওয়ামী লীগকে অপ্রিয় করতে জাপান ও ইতালির নাগরিককে বিএনপি-জামায়াত হত্যা করেছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, বিদেশি নাগরিক হত্যার মাধ্যমে বিএনপি-জামায়াত তাদের হত্যার রাজনীতির দ্বিতীয় সংস্করণ শুরু করেছে।



মন্ত্রী আরো বলেন, ৯৩ দিন হরতাল-অবরোধ দিয়ে খালেদা জিয়া যেমনি সরকার পতনে সফল হননি, তেমনি বিদেশি নাগরিক হত্যা করেও তারা সফল হবেন না।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর ও পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,  ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু।

পরে মন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ৩৭ জনকে ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং বিআরডিবির সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় ১৬ জনকে ২ লাখ ৩৮ হাজার টাকা সুদমুক্ত ঋণ দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।