ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়ায়ের  মাধ্যমে দেশকে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে শেখ হাসিনার সরকার তাদের এ অপকর্ম কঠোর হস্তে দমন করে সব উন্নয়ন কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছে।



শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার পৃথক নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, চারঘাটে আট হাজার ৫৭২টি নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এখন বিদ্যুতের কোনো লোডশেডিং নেই। বর্তমান সরকার ২০০৯ সালে যখন ক্ষমতায় আসে তখন দেশে বিদ্যুতের সংকট ছিল ভয়াবহ। এই ভয়াবহতা কাটিয়ে সাড়ে ছয় বছরে সরকার ৭৩টি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। একটি মহল দেশে যতই জ্বালাও-পোড়াও করুক না কেন কোনো বাধাই দেশের গণতান্ত্রিক উন্নয়নকে ঠেকাতে পারবে না।

এসময় চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামে রাস্তা পাকা করারও আশ্বাস দেন শাহরিয়ার আলম।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, শুধু জনগণের ভাগ্যোন্নয়নের পরিকল্পনা নিয়েই কাজ করে। গণতান্ত্রিক উন্নয়নকে যারা ব্যাহত করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।

পরে প্রতিমন্ত্রী চারঘাট উপজেলার ওমরগাড়ি দারুল খায়ের কামিল মাদরাসার নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

পৃথক অনুষ্ঠানে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেচার নিতাই কুমার সরকার, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ, বাঘা সাব জোনাল অফিসের এজিএম খোরশেদ আলম, বাঘা উপজেলা আওয়ামী লীগের  পৌর মেয়র আক্কাস আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও  সরদহ ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু প্রমুখ উপস্থিত ছিলেন।

পৃথক এ দু‘টি কর্মসূচির আওতায় বাঘা উপজেলার কিশোরপুর, জোড়কাদিরপুর, আলাইপুর-আটঘড়িয়া, ছাতারী, হরিপুর, গাওপাড়া, মিলিক বাজার, নিশ্চিন্তপুর ও মাঝপাড়া গ্রামে মোট ৭৬৭ টি আবাসিক,বাণিজ্যিক ও দাতব্য  প্রতিষ্ঠানে নতুন সংযোগ দেওয়া হয়েছে।

এতে ৯০ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ৯ কিলোমিটার বিতরণ লাইন  নির্মাণ করা হয়েছে। চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের টলটলি, জাগিরপাড়া,বাসুপাড়া ও হাবিবপুর গ্রামে মোট ১৩২ আবাসিক ও দাতব্য প্রতিষ্ঠানে নতুন সংযোগ দেওয়া হয়েছে। এতে ৬২ লাখ টাকা ব্যয়ে দুই দশমিক চার কিলোমিটার বিতরণ লাইন এবং সাতটি ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।