ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন খালেদা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন খালেদা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: তারেক জিয়ার সঙ্গে লন্ডনের ‘কাশিম বাজার কুঠি’তে বসে খালেদা জিয়া দেশ বিরোধী ষড়যন্ত্র পাকাচ্ছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে  আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, নবাব সিরাজ উদ দৌলাকে যারা হত্যা করেছিল তাদের নেতা ছিলেন ঘষেটি বেগম। ষড়যন্ত্র হয়েছিল কাশিম বাজার কুঠিতে। আর এখন শেখ হাসিনাকে যারা হত্যার ষড়যন্ত্র করছে, তাদের নেতা হলেন খালেদা জিয়া। তাই তারেক জিয়ার লন্ডনের ‘কাশিম বাজার কুঠি’তে বসে তিনি ষড়যন্ত্র পাকাচ্ছেন।

জামায়াত-বিএনপির দেশ বিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি জানান।  

এদিকে, সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মোটর মালিক-শ্রমিক যৌথ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।

নওগাঁ জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক মঞ্জুরুর রহমান পিটার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সফিকুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।