ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

১৪ দলের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভা রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
১৪ দলের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভা রোববার

ঢাকা: ১৪ দলের সঙ্গে রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সমন্বয় সেলের সভা আহ্বান করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ঐক্য পরিষদের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



রোববার রাত ৮টায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় সমন্বয় সেলের সভাপতি হিসেবে মোহাম্মদ নাসিম সভাপতিত্ব করবেন।

সভায় সমন্বয় সেলের সদস্য সচিব অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসকে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।