ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

শিবিরের পাবনা শহর শাখার সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
শিবিরের পাবনা শহর শাখার সেক্রেটারি গ্রেফতার

পাবনা: পাবনা সদর থানার মনোহরপুর গ্রাম থেকে ইসলামী ছাত্র শিবির পাবনা শহর শাখার সেক্রেটারি বদিউজ্জামানকে (২৩) নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত বদিউজ্জামান সদর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত ইয়াছিন আলী মাস্টারের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, বিএনপি-জামায়াতের অবরোধ-হরতাল চলাকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সদর উপজেলার মনোহরপুর, গাছপাড়া, মালিগাছা, মজিদপুরসহ বিভিন্ন স্থানে রাস্তার পাশে সরকারি গাছ কেটে সড়ক অবরোধ, বিক্ষোভ, টায়ারে অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় তাকে আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।