ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিদেশি হত্যা করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চলছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
‘বিদেশি হত্যা করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চলছে’ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

ঢাকা: বিদেশি হত্যা করে দেশের পরিস্থিতি অশান্ত করার অপচেষ্টা চলছে। আর বিএনপি-জামায়াত জোটের দিকেই এ ষড়যন্ত্রের তীর দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।



রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ও চলমান রাজনীতি শীর্ষক’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অর্জন যখন বাড়ছে, তখনই বিদেশি নাগরিক হত্যাসহ নানা ষড়যন্ত্র চলছে। দুই যুদ্ধাপরাধীর রায় কার্যকরের আগে বিদেশি নাগরিক হত্যা করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চলছে।

অ্যাডভোকেট কামরুল ইসলাম এজন্য বিএনপি-জামায়াত জোটের দিকেই ষড়যন্ত্রের তীর দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন।

তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পঁচাত্তরের আগে জাতির জনক যখন বিশ্ব দরবারে নানা অর্জন করছিলেন, তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। এরপর আমরা হারাই জাতির পিতাকে। এখন প্রধানমন্ত্রী যেভাবে একের পর এক পুরস্কার অর্জন করছেন, তাতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি।   প্রধানমন্ত্রীর বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। জীবন দিয়ে হলেও প্রাণপ্রিয় নেত্রীকে রক্ষা করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিশু একাডেমির সাবেক পরিচালক ফাল্গুনী হামিদ, আওয়ামী লীগ নেতা সুজীত রায় নন্দী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫/আপডেট ১৪২৫ ঘণ্টা
ইউএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।