ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিদেশি হত্যায় খালেদাকে জিজ্ঞাসাবাদের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
বিদেশি হত্যায় খালেদাকে জিজ্ঞাসাবাদের দাবি ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লন্ডন থেকে ফিরে আসার পর বিদেশি হত্যায় প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ।

রোববার (১১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের কাছে এ দাবি জানান তিনি।



হাছান মাহমুদ বলেন, অচিরেই দুই বিদেশি হত্যাকাণ্ডের আসামিরা ধরা পড়বে। তবে শুধু তাদেরকেই ধরলে হবে না। যারা হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেন, তাদেরকেও গ্রেফতার করতে হবে।

চলতি বছরের শুরুতে সরকার পতনের জন্য খালেদা জিয়া আগুন সন্ত্রাস চালিয়েছেন। কিন্তু সফল হননি। এখন হাওয়া ভবনের লোকজনের সঙ্গে লন্ডনে বসে ষয়যন্ত্র করছেন বলে মন্তব্য হাছান মাহমুদের।

স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য কাজী রোজী ও কেয়া চৌধুরী প্রমুখ।

কামরুল ইসলাম বলেন, এরা (জামায়াত-বিএনপি) দীর্ঘদিন ক্ষমতায় থেকে রাজাকারের তালিকা গায়েব করে দিয়েছে, যারা যুদ্ধের সময় ভাতা পেতো। এখন তাদের দুই শীর্ষ পযায়ের নেতা মৃত্যুদণ্ডের মুখে রয়েছেন। আশা করছি, তাদের এ রায় কার্যকর হতে যাচ্ছে।   

সৈয়দ মহসীন আলী স্মৃতি পরিষদ ও জাতীয় মাসিক প্রিয় বাংলা এ স্মরণসভার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।