ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘দুই বিদেশি হত্যার মদদদাতা খালেদা জিয়া’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
‘দুই বিদেশি হত্যার মদদদাতা খালেদা জিয়া’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘দেশে ঘসেটি বেগমের উদয় হয়েছে। লন্ডনে বসে চিকিৎসার নামে তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

দেশকে অকার্যকর ব্যর্থ রাষ্ট্র বানানোর পাঁয়তারা করছেন। তিনি আর কেউ নন। তিনি হলেন বেগম খালেদা জিয়া। ’

রোববার (১১ অক্টোবর) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলায় অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান পিপলস ফোরাম (বিবিপিপিএফ) বাংলাদেশ চ্যাপ্টারের বগুড়া ও সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আদিবাসী ও শ্রমজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

এছাড়া সম্প্রতি দুই বিদেশি হত্যার পেছনেও খালেদা জিয়ার মদদ রয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপির নেতাদের উদ্দেশ্যে এই মন্ত্রী আরও বলেন, ‘চোরের সঙ্গে ঘর করে যেমন চুরি বন্ধ করা যায় না। তেমনি বিএনপির নেতাদের মুখে জঙ্গিবাদের বিরুদ্ধে কোন কথা মানায় না। কারণ তারাই জঙ্গিবাদের মদদদাতা। ’ তাই বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগ করার পরামর্শ দেন সরকারের এই মন্ত্রী।

‘উগ্র মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত দক্ষিণ এশিয়া চাই’ -প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিবিপিপিএফ’র (বাংলাদেশ চ্যাপটার) বগুড়া জেলা শাখার আহ্বায়ক ফরহাদুজ্জামান শাহীন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সরকারদলীয় এমপি হাবিবুর রহমান, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সরকারদলীয় এমপি গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।

সমাবেশ পরিচালনা করেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিবিপিপিএফ’র(বাংলাদেশ চ্যাপটার) সাধারণ সম্পাদক ভানু রঞ্জন চক্রবর্তী ও জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি।

এছাড়া অন্যদের মধ্যে বিবিপিপিএফ’র (ভারত চ্যাপটার) সাধারণ সম্পাদক শ্যামল রায়, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন কুমার রায়, আদিবাসী নেতা যোগেষ চন্দ্র সিংহ, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, আওয়ামী লীগ নেতা মুনসী সাইফুল বারী ডাবলু, শাহজামাল সিরাজী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, যুবলীগ নেতা তারিকুল ইসলাম তারেক, শ্রমিক লীগ নেতা কামাল হোসেন, ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক, বিবিপিপিএফ’র (বাংলাদেশ চ্যাপটার) সহ-প্রচার সম্পাদক আব্দুল খালেক নান্নু, সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নির্মল কুমার মাহাতো প্রমুখ বক্তব্য রাখেন।   

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা,অক্টোবর ১১, ২০১৫
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।