ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় প্রিজন সেলে জামায়াত নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
খুলনায় প্রিজন সেলে জামায়াত নেতার মৃত্যু

খুলনা: কারাগারে আটক থাকা অবস্থায় মো. আকরামুজ্জামান রাজা (৫৫) নামে এক জামায়াতে ইসলামীর নেতা মারা গেছেন। তিনি মহানগরীর লবণচরা থানা আমীর ছিলেন।



রোববার (১১ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে তার মৃত্যু হয়। মো. আকরামুজ্জামান রাজা নগরীর আজাদ মাস্টার রোডের বাসিন্দা ছিলেন।

খুলনা জেলা কারাগার সূত্র জানায়, জামায়াত নেতা আকরামুজ্জামান রাজা নাশকতার মামলায় কারাগারে আটক ছিলেন। রোববার রাত সোয়া ৮টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রোববার সকালে জামায়াত নেতা আকরামুজ্জামান রাজাকে সুস্থ অবস্থায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়। সারাদিন সুস্থ থাকলেও রাতে হঠাৎ তার স্ট্রোক হয়। এরপর হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (২৫ বি) মামলায় ২৭ সেপ্টেম্বর পুলিশের হাতে আটক হয়ে আকরামুজ্জামান রাজা কারাগারে আসেন বলে জানান এই কর্মকর্তা।

জেল সুপার আরও জানান, বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানোর পর তারা হাসপাতালে এসেছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) পোস্টমর্টেম শেষে আকরামুজ্জামানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমআরএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।