ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
বগুড়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী শ্রমিক লীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
 
সোমবার (১২ অক্টোবর) দুপুরে শহরের টেম্পলরোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


 
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
 
পরে সেখানে জেলা শ্রমিক লীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামছুদ্দিন শেখ হেলাল, শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শাহীন, শহর শ্রমিকলীগের আহ্বায়ক আনন্দ কুমার দাস, জেলা শ্রমিক লীগ নেতা আলী আশরাফ চিশতী, শ্রমিক লীগ নেতা তাপশ কুমার নিয়োগী, আলতাফ হোসেন, কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।  
 
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।