ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বেইজিং যাচ্ছেন দিলীপ বড়ুয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
বেইজিং যাচ্ছেন দিলীপ বড়ুয়া দিলীপ বড়ুয়া

ঢাকা: সিল্ক রোড সম্পর্কিত এশিয়ার রাজনৈতিক দলগুলোর সম্মেলনে অংশ নিতে বেইজিং যাচ্ছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



‌এতে বলা হয়, মঙ্গলবার থাই বিমানযোগে বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন দিলীপ বড়ুয়াসহ ২ সদস্যের একটি প্রতিনিধি দল।  

আগামী ১৪, ১৫ ও ১৬ই অক্টোবর বেইজিং এ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিল্ক রোড সম্পর্কিত এশিয়ার রাজনৈতিক দলগুলোর সম্মেলন।

প্রতিনিধি দলের অপর সদস্য হলেন- দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ম. মোশাহিদ আহমদ।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।