ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবদল সভাপতি ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
বগুড়ায় যুবদল সভাপতি ৫ দিনের রিমান্ডে

বগুড়া: নাশকতা মামলায় গ্রেফতার বগুড়া জেলা যুবদলের সভাপতি পৌরসভার কাউন্সিলর সিপার আল বখতিয়ারকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. কামরুজ্জামান এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।



এর আগে আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ ১০দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামির আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেদ বাংলানিউজকে জানান, হাইকোর্টের নির্দেশনা মেনে আসামিকে কোনো ধরনের নির্যাতন না করে তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাবাদের জন্য নির্দেশনা দিয়েছেন বিচারক।

গত ৭ অক্টোবর শহরের মালতিনগর এলাকা থেকে সিপারকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন বগুড়া সদর থানার দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।