ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

তাইফুল টিপুকে লাঞ্ছনার অভিযোগে রিপনের নিন্দা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
তাইফুল টিপুকে লাঞ্ছনার অভিযোগে রিপনের নিন্দা

ঢাকা:  নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত অবস্থায় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে একদল দুর্বৃত্ত কার্যালয়ের ভিতর ঢুকে লাঞ্ছিত করার অভিযোগ এনে ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো দলটির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।



বিবৃতিতে বিএনপির মুখপাত্র বলেন, গত কয়েক মাসের ব্যবধানে দলীয় প্রধান কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তদের হাতে দু’জন নেতার লাঞ্ছিত হওয়ার ঘটনা উদ্বেগজনক।

তিনি অবিলম্বে তাইফুল ইসলাম টিপুকে লাঞ্ছনাকারী সন্ত্রাসীদের খুঁজে বের করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি বলেন, এ ঘটনায় দলের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।