ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

তিতুমীর কলেজ ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
তিতুমীর কলেজ ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার রেজাউল করিম সানি ও দেলোয়ার হোসেন

ঢাকা: রাজধানীর বনানী এলাকায় চাঁদাবাজির অভিযোগে আটক তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এরা হলেন- তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দর্শন বিভাগের ছাত্র দেলোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের ছাত্র রেজাউল করিম সানি।



মঙ্গলবার(১৩ অক্টোবর) রাতে বহিষ্কারের এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে আটক ছাত্রলীগের দুই নেতা সম্পর্কে খোঁজখবর নিয়ে সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

এর আগে সন্ধ্যায় তিতুমীর কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
পিসি

** চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের দুই নেতা আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।