ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ধুনটে বিএনপি নেতা গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ধুনটে বিএনপি নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় নাশকতার মামলায় আব্দুর রশিদ (৪৫) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  
 
আব্দুর রশিদ ধুনট উপজেলার ফড়িংহাটা গ্রামের ছকুমুদ্দিনের ছেলে। তিনি চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, ২০১৩ সালের ২৯ অক্টোবর হরতাল অবরোধ চলাকালে জামায়াত-বিএনপির বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ধুনটে নাশকতা সৃষ্টি করে। এ ঘটনায় আব্দুল মজিদ নামে আওয়ামী লীগের এক কর্মী বাদী হয়ে ধুনট থানায়  মামলা দায়ের করেন।  
 
এ মামলার এজহারভুক্ত আসামি আব্দুর রশিদ। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।