ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে আ. লীগ নেতা হত্যা মামলার আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
নোয়াখালীতে আ. লীগ নেতা হত্যা মামলার আসামি কারাগারে

নোয়াখালী: নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ইউসুফ আলী সেলিম হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামি বিএনপি নেতা জামাল উদ্দিন ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক সমরেশ শীল তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



জামাল উদ্দিন জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি আওয়ামী লীগ নেতা ও আন্তঃজেলা বাস মালিক সমিতির তৎকালীন সভাপতি ইউসুফ আলী সেলিম ওরফে নিশাত সেলিম হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামি বলে আদালত সূত্রে জানা গেছে।

বুধবার দুপুরে সেলিম হত্যা মামলাসহ অপরাপর মামলাগুলোতেও তিনি আদালতে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জামালের বিরুদ্ধে সেলিম হত্যা মামলা ছাড়াও সুধারাম ও বেগমগঞ্জ থানায় আরও তিনটি হত্যা মামলা রয়েছে। তিনি অপর দুই মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি।
 
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ জুলাই (রোববার) রাতে নিশাত সেলিম জাকাত বিতরণ শেষে লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নোয়াখালীর মাইজদীর বাসায় আসছিলেন। পথে নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মহতাপুর এলাকায় এলে দুর্বৃত্তরা তাকে গলা কেটে ফেলে পালিয়ে যায়। পরে তার গোঙানির শব্দ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত সেলিমের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে ২৭ জনকে আসামি করে সুধারাম থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৪৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। জামাল উদ্দিন ওই মামলার চার্জশিটভুক্ত ২৫ নম্বর আসামি।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।