ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুর শহর ও কোতয়ালী থানা আওয়ামী লীগের কাউন্সিল বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ফরিদপুর শহর ও কোতয়ালী থানা আওয়ামী লীগের কাউন্সিল বৃহস্পতিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুর শহর ও কোতয়ালী থানার ত্রি-বার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন পর গণতান্ত্রিক উপায়ে অনুষ্ঠিত এই কাউন্সিলকে ঘিরে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

ইতোমধ্যে সম্মেলন স্থল ও এর আশেপাশের এলাকা নানা রঙের ব্যানার পোস্টার ও কাপড়ে সাজানো হয়েছে। এছাড়া এলাকাগুলোতে মর্যাদাপূর্ণ এই দুই কমিটিতে স্থান পেতে আগ্রহীদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া সম্মেলনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খানসহ এক ডজনেরও বেশি কেন্দ্রীয় নেতা উপস্থিত হবেন।

ফরিদপুর শহর ও কোতয়ালী থানা আওয়ামী লীগের কাউন্সিলের প্রচার উপ-পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট অনিমেষ রায় বাংলানিউজকে জানান, সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ। এই দুই সম্মেলনে মিলিতভাবে ডেলিগেট হিসেবে ৮ হাজার এবং কাউন্সিলর হিসেবে ৩৯৬ জন উপস্থিত থাকবেন। কাউন্সিলের প্রথম অধিবেশনের পর দুপুরে দ্বিতীয় অধিবেশনে দুই কমিটির কাউন্সিলররা আলাদা আলাদাভাবে সভায় মিলিত হয়ে গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন করবেন।

উল্লেখ্য, ১১ বছর আগে ২০০৪ সালের ১২ মার্চ এই কমিটি দু’টির সম্মেলন এক সঙ্গে অনুষ্ঠিত হয় ফরিদপুর শহরের জসীমউদদীন হলে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।