ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বহিষ্কার

পাবনা: অস্ত্রসহ পুলিশের হাতে আটকের পর এবার দলীয় পদ থেকে বহিষ্কার হলেন পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুমন (২৮)। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।



বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার দুপুরে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত কর্মীরা মারমুখি হয়ে উঠলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুমন নিজের কাছে থাকা অস্ত্র প্রদর্শন করলে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন জেলা ছাত্রলীগ নেতারা।

বাংলাদেশ সময়:০৮০৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।