ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

তিন নেতাকর্মী আটকের ঘটনায় বিএনপির নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
তিন নেতাকর্মী আটকের ঘটনায় বিএনপির নিন্দা

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নুরানী মোড় ইউনিট বিএনপির সভাপতি মো. মোস্তাক মোল্লাসহ তিন নেতাকর্মীকে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতারের ঘটনায় নিন্দ‍া জানিয়েছেন বিএনপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষে এ নিন্দা জানান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।



গ্রেফতারকৃত অন্যরা হলেন- কলোনী বাজার ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম এবং যুবদল ২৪ নং ওয়ার্ড সদস্য মো. ফারুক হোসেন।

বিবৃতিতে ড. আসাদুজ্জামান রিপন বলেন, “সারাদেশে বিএনপির পূণর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়। আমরা তাদেরকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ”
 
দলের এ মুখপাত্র অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।