ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে হত্যা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
সিলেটে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে হত্যা, আটক ২

সিলেট: সীমান্তবর্তী জকিগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পৌর সদরের আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহম্মদ আলী একই গ্রামের মৃত আরফিজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই খলিলুর রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে বাকবিতন্ডার এক পর্যায়ে মোহাম্মদ আলীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন খলিলুর। পরে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে মোহম্মদ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলাউদ্দিন আলাই ও বকুল মিয়া নামে দু’জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘন্টা, অক্টোবর ১৫, ২০১৫
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।