ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

শ্রীপুর ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
শ্রীপুর ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: জেলার শ্রীপুরের তেলিহাটি ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কমিটি প‍ুনর্গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ছাতির বাজার এলাকায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।



তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল আলম মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান মোড়লের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোছলেহ উদ্দিন মৃধা, ইকবাল হাসান কাজল, জহিরুল ইসলাম লিটন, মোহাম্মদ আলী বাবু, রিয়াজ উদ্দিন আকন্দ, শওকত মাস্টার, জমির পুলিশ, সালেহ আহমদ, রফিকুল ইসলাম আকন্দ।

সভায় আরও উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়নের সব ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।