ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রামগতিতে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
রামগতিতে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পশ্চিম চরগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থক এবং আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়। এ সময় পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর আধা ঘণ্টার জন্য ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার জাকির মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ সময় ওই কেন্দ্রে ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল পরে স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।