ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘দেশকে বাঁচাতে হলে সুন্দরবনকে রক্ষা করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
‘দেশকে বাঁচাতে হলে সুন্দরবনকে রক্ষা করতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবন ধ্বংসী সকল প্রকল্প বাতিল কর, দেশি-বিদেশি লুটেরাদের কবল থেকে সুন্দরবন রক্ষা কর, বাঁচাও সুন্দরবন’ স্লোগানে সুন্দরবন রক্ষা অভিযাত্রার পথসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালীতে। ঢাকা থেকে সুন্দরবন পর্যন্ত এ অভিযাত্রার আয়োজক সিপিবি-বাসদ।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন মধুখালীর আখ চাষী কল্যাণ ভবনের সামনে পথসভার আয়োজন করে উপজেলা সিপিবি।

পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড মঞ্জুরুল আহসান খান, বাংলাদেশ সামাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য কমরেড মনোজ সাহা, বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড রাজেকুজ্জামান রতন প্রমুখ।

উপজেলা সিপিবির সভাপতি আব্দুল মালেক সিকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা সাজ্জাদ হোসেন চন্দন, রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ এবং স্থানীয় সিপিবির কেরামত আলী লাল, নওশেরুল আলম প্রমুখ।

মঞ্জুরল আহসান খান বলেন, সরকার সুন্দরবনের মাত্র ১০ কিলোমিটারের মধ্যে যে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে তা আত্মঘাতি। সরকারকে অবশ্যই এ আত্মঘাতি সিদ্ধান্ত থেকে বের হয়ে আসতে হবে।

তিনি বলেন, সিপিবি সব সময় দেশের স্বার্থে কথা বলে এবং মানুষের অধিকারের পক্ষে সংগ্রাম করে। দেশকে বাঁচাতে হলে সুন্দরবনকে রক্ষা করতে হবে।
পথসভা শেষে দুপুরে মাগুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন অভিযাত্রার নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়েছে সুন্দরবন অভিযাত্রা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।