ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

জগন্নাথ হল ট্রাজেডি

নিহতদের প্রতি ছাত্রলীগের শ্রদ্ধা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
নিহতদের প্রতি ছাত্রলীগের শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে ১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হল ট্রাজেডিতে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার( ১৫ অক্টোবর) জগন্নাথ হলে নিহতদের স্মরণে নির্মিত বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি।



ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতাকর্মীরা।

১৯৮৫ সালে ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ৪০ জন ছাত্র নিহত হন। সেই থেকে দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।