ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বেতাগীতে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
বেতাগীতে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৭

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বর্ধিত সভার মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটলে সভা পণ্ড হয়ে যায়।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টায় বেতাগী উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভার আয়োজন করা হয় স্থানীয় পৌরটল ঘরে। সভা শুরুর আগে যুগ্ম সম্পাদক খালিদ মিথুন বিশ্বাসের নেতৃত্বে ছাত্রলীগের একটি মিছিল বর্ধিত সভায় উপস্থিত হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মহসিন খান, ছাত্রলীগ নেতা রেজাউল, মাসুদ ও হত্যা মামলার আসামি সজিবের নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিলটি ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা পরাগ মল্লিক, রুবেল, ছাত্রলীগ কর্মী বাবুসহ সাত ছাত্রলীগ কর্মী আহত হয়। এদের মধ্যে রানীপুর ইউনিট ছাত্রলীগ সভাপতি রুবেলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।

এ ব্যপারে বর্ধিত সভায় উপস্থিত জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিক জানান, নিজেদের মধ্যে সামান্য কথার কাটা কাটি হয়েছে এর বেশি কিছু নয়। পুলিশের লাঠিচার্জের বিষয়ে তিনি বলেন, কিছু বখাটে ছেলেদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটলে উত্তেজনার সৃষ্টি হয়। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

এই ঘটনার পর বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন উভয় পক্ষকে নিয়ে পৃথক সভা করার পর সন্ধ্যা সাড়ে ৬টায় বর্ধিত সভা শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।