ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

লেভী-বরকত ও রাজ্জাক-শামচুল নির্বাচিত

ফরিদপুর শহর ও কোতোয়ালি থানা আ.লীগের নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
ফরিদপুর শহর ও কোতোয়ালি থানা আ.লীগের নতুন কমিটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুর শহর ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। শহর আওয়ামী লীগে নাজমুল ইসলাম খোন্দকার লেভী সভাপতি ও সাজ্জাদ হোসেন বরকত সাধারণ সম্পাদক এবং কোতোয়ালি থানা আওয়ামী লীগে আব্দুর রাজ্জাক মোল্যা সভাপতি ও শামচুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ত্রিবার্ষিক সম্মেলন শেষে এ দুই শাখার শীর্ষ দুই পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ৬৫ সদস্যের শহর কমিটি এবং ৬৭ সদস্যের কোতোয়ালি কমিটির বাকি সদস্যের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

শহরের অম্বিকা ময়দানে ফরিদপুর শহর ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে দুই শাখার ৩৯৬ জন কাউন্সিলর অম্বিকা হলের হলরুম ও কনফারেন্স রুমে পৃথকভাবে নেতা নির্বাচনের জন্য সভায় মিলিত হন।
 
শহর শাখার কাউন্সিলর ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অ্যাড. অনিমেষ রায় বাংলানিউজকে জানান, শহর শাখার সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক সভাপতিত্ব করেন। এ সভায় নির্বাচন কমিশনার অ্যাড. সুবল চন্দ্র সাহার নেতৃত্বে ৩ সদস্যের নির্বাচন কমিশন নেতা নির্বাচনে শীর্ষ দুই পদে প্রার্থীদের নাম আহবান করেন। একজন করে প্রার্থী থাকায় নাজমুল ইসলাম খোন্দকার লেভীকে সভাপতি এবং সাজ্জাদ হোসেন বরকতকে সাধারণ সম্পাদক হিসাবে সর্বসন্মতভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

অন্যদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেনের সভাপতিত্বে কোতোয়ালি শাখার সভায় কেএম সেলিমের নেতৃত্বে ৩ সদস্যের নির্বাচন কমিশন নেতা নির্বাচনে শীর্ষ দুই পদে প্রার্থীদের নাম আহবান করেন। একজন করে প্রার্থী থাকায় আব্দুর রাজ্জাক মোল্যাকে সভাপতি এবং শামচুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক পদে সর্বসন্মতভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।