ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সোনাগাজীতে এমপি রহিম উল্যাহর অফিস ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
সোনাগাজীতে এমপি রহিম উল্যাহর অফিস ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর সোনাজাগী উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরোধের জের ধরে সংসদ সদস্য (এমপি) রহিম উল্যাহর ব্যক্তিগত অফিস ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।



পুলিশ জানান, সন্ধ্যায় সোনাগাজীতে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের এমিপ রহিম উল্যাহর মালিকানাধীন মার্কেটে তল্লাশি চালিয়ে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দ্বীন মোহাম্মদ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রিপনকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে সোনাগাজী পৌর শহরের তাকিয়া রোডে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান সাজুর ও এমিপ রহিম উল্যাহর সমর্থক যুবলীগ নেতা নাসির উদ্দিন রিপনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবরটি ছড়িয়ে পড়লে সুফিয়ান সমর্থকরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও রিপন সমর্থকরা রহিম উল্যাহর ভবনের সামনে অবস্থান নেন। বিকেল ৩টার দিকে সেখানে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায়। এসময় সুফিয়ান সমর্থকরা ওই ভবনের নিচে রহিম উল্যার ব্যক্তিগত অফিস ভাঙচুর করেন। পরে পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তারা রহিম উল্যাহর মালিকানাধীন মার্কেটে তল্লাশি চালিয়ে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দ্বীন মোহাম্মদ ও যুবলীগ নেতা নাসির উদ্দিন রিপনকে আটক করে। আটক ব্যক্তিরা এমপি রহিম উল্যার সমর্থক।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।