ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

প্রশ্ন ফাঁসের বিচার বিভাগীয় তদন্ত দাবি ডা. জাফরুল্লাহর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
প্রশ্ন ফাঁসের বিচার বিভাগীয় তদন্ত দাবি ডা. জাফরুল্লাহর ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন  গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
 
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।



অধ্যাপক ডা. এম এ হাদীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মেডিকেল শিক্ষা ও অধ্যাপক এম এ হাদী’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
 
ডা. জাফরুল্লাহ বলেন, মেডিকেলে যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে। এ নিয়ে শাহবাগে শিক্ষার্থীরা আন্দোলন করছে। বিষয়টি সমাধানের জন্য তাদের মারধর করলে হবে না। বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। কেবল বিচার বিভাগীয় তদন্ত হলেই এ সমস্যার সমাধান হতে পারে।
 
তিনি আরও বলেন, আন্দোলন করলেই আমরা মারধর করতে পারি না। মানুষকে ধরে নিয়ে মেরে ফেলতে পারি না। শাহবাগে আন্দোলন করলেও মারধর করতে পারি না। অথচ আমরা কী দেখছি? এমপি গুলি করার পর আমাদের হাইকোর্ট দেখানো হয়।
 
আন্দোলন প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখন আন্দোলন সংগঠিত উপায়ে হয় না। কে সংসদে আছে সেটা কথা নয়, আমরা একত্রে আন্দোলন করেছি। কী করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেছি। দুঃখটা হচ্ছে, এখন তা হয় না।

তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধের কথা বলে। অথচ সেসময় মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন যারা, তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের স্মরণ করতে হবে। অন্যথায় দেশের উন্নতি হবে না।
 
আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. মো. তাহির, ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব ডা. এসএম রবিউল ইসলাম বাচ্চু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
ইইউডি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।