ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপি নেতার কবুতরের খামার থেকে অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
বগুড়ায় বিএনপি নেতার কবুতরের খামার থেকে অস্ত্র-গুলি উদ্ধার

বগুড়া: বগুড়ায় গ্রেফতার হওয়া বিএনপি নেতা লিখন পশারীর (৩৫) স্বীকারোক্তি অনুযায়ী তার কবুতরের খামারে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

লিখন শহরের ঠনঠনিয়া এলাকার মৃত ভোলা পশারীর ছেলে এবং ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনগত গভীর রাতে শহরে খান্দার এলাকায় অবস্থিত তার কবুতরের খামারে অভিযান চালানো হয়। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের খান্দার এলাকা থেকে ফাঁড়ি পুলিশ লিখনকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক খান্দার এলাকায় তার কবুতরের খামারে অভিযান চালিয়ে কবুতরের একটি খোপের ভেতর থেকে পিস্তল ও গুলি উদ্ধার হয়।

গ্রেফতার লিখনের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।