ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরগঞ্জে ইউনিয়ন যুবলীগের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
ঈশ্বরগঞ্জে ইউনিয়ন যুবলীগের সম্মেলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার পুরাতন গোহাটায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



উপজেলা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি এ সম্মেলনের উদ্বোধন করেন।

স্থানীয় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইদুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আজাহারুল ইসলাম।

স্থানীয় ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তপন দে, সাবেক ভাইস চেয়ারম্যান মো. বদরুল আলম প্রদীপ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।