ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

আলফাডাঙ্গায় বিএনপি’র নতুন কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আলফাডাঙ্গায় বিএনপি’র নতুন কমিটি গঠন

ফরিদপুর: শেখ আব্দুস সাল‍ামকে সভাপতি, মিয়া মো. আকরামুজ্জামানকে সাধারণ সম্পাদক ও নূরুজ্জামান খসরুকে সাংগঠনিক সম্পাদক করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি’র নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলা সদরে ওহাব মিয়ার বাড়ি সংলগ্ন মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন শেষে বিকেলে ১০১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি গঠন করা হয়।



সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর।

উপজেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল ওহাব মিয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সহসম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি জহিরুল হক।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোদাররেস আলী, সাংগঠনিক সম্পাদক মো. রশিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জুলফিকার হোসেন জুয়েল।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।