ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা গণতান্ত্রিক রাজনীতির বাইরে চলে গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
খালেদা গণতান্ত্রিক রাজনীতির বাইরে চলে গেছেন

সুনামগঞ্জ: তথ্যমন্ত্রী  হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতির বাইরে চলে গেছেন। তিনি পেট্রোলবোমা, আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদ লালন করছেন।

 

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর  উপজেলায় হাওরপাড়র ধামাইল সংগঠনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘জাতীয় হাওর উৎসব’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে ফিরে খালেদা জিয়াকে সিদ্ধান্ত নিতে হবে স্বাভাবিক রাজনীতি করবেন, না অস্বাভাবিক রাজনীতি করবেন। এর উপরই নির্ভর করছে তার রাজনৈতিক ভবিষ্য‍ত।

তিনি আরো বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসীদের মোকাবেলা করে দেশের পাহাড়, সমতল ও হাওর এলাকার উন্নয়ন করে যাচ্ছে।

এরআগে বিকেল সাড়ে ৪টায় সংগঠনের সভাপতি সজল কান্তি সরকারের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমিস্ট্রি বিভাগের ডিন ড. আনোয়ার হোসেন।

পরে রাত পৌনে ৮টা পর্যন্ত ধামাইল অনুষ্ঠানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।