ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

দেশে কোনো চক্রান্তকারীর ঠাঁই নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
দেশে কোনো চক্রান্তকারীর ঠাঁই নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: দেশের মাটিতে কোনো চক্রান্তই সফল হবে না। এদেশে কোনো চক্রান্তকারীর ঠাঁই নেই।

বাংলাদেশে দু’জন বিদেশি নাগরিক হত্যার শিকার হয়েছেন। যারাই এ হত্যাকাণ্ডে জড়িত থাক, শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা চত্বরে শহীদ ময়েজউদ্দিন আহম্মেদের ৩১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম একথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। জঙ্গিবাদ নির্মূল, নারীর ক্ষমতায়ন ও বিদ্যুৎ সমস্যার সমাধান এ সরকারের অন্যতম সাফল্য। শহীদ ময়েজ উদ্দিনের স্মরণে কালীগঞ্জে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে। স্বাস্থ্যখাতে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। শিশু মৃত্যুর হারও কমেছে।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধ‍া বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, ড. হাছান মাহমুদ এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।