ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ছেলের বউকে চেয়ারপার্সন করার চেষ্টা করছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
ছেলের বউকে চেয়ারপার্সন করার চেষ্টা করছেন খালেদা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক

ঢাকা: ছেলে পলাতক তাই তার বদলে ছেলের বউকে চেয়ারপার্সন করার চেষ্টা করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক এমপি।



‘বঙ্গবন্ধুর আদর্শের আলোকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার অবদান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আমরা নগরবাসী নামের একটি সংগঠন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ছেলে পলাতক তাই তাকে না পেরে ছেলের বউকে চেয়ারপারসন করার চেষ্টা করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। কারণ মা ছেলে মিলে ট্রাস্টের টাকা চুরি করেছে। এখন তার বিচার হচ্ছে। এ জন্য ছেলে পলাতক। এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি ছেলে। এসব কারণে এখন ছেলের বউকে চাচ্ছেন চেয়ারপার্সন করতে।

আ ক ম মোজাম্মেল হক বলেন, শেখ হাসিনাকে ১৯ বার হত্যার ষড়যন্ত্র হয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার। ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে তারা (বিএনপি-জামায়াত) কত কিছুই না করেছে। কিন্তু ব্যর্থ হয়েছে। এখন মা-পুতে (খালেদা-তারেক) লন্ডনে বসে কি ষড়যন্ত্র করছে আল্লাহই ভলো জানে।

তিনি আরো বলেন, অতীতে সব ধরণের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এখনও শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো.জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের  প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড.হাছান মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম, হাসিবুর রহমান মানিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ২২,২০১৫
ইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।