ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

আমাদের অর্জন, তাদের গাত্রদাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
আমাদের অর্জন, তাদের গাত্রদাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আমাদের অর্জনে বিএনপি-জামায়াত জোটের গাত্রদাহ হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুন বাগিচা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

  ‘তোমার কীর্তি মোদের গর্ব’ শীর্ষক সংবাদ চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে যুবলীগ।

আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা স্বাধীনতা বিরোধীদের গাত্রদাহ। তারা ষড়যন্ত্র করতে তৎপর। এত ষড়যন্ত্রের পরও বাংলাদেশ আজ সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
  
তিনি বলেন, এজন্য তারা নতুন উদ্যমে বিদেশিদের হত্যা করে আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি করতে চায়।  

সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সম্পাদক মনজুর আলম শাহীন, প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসইউজে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।