ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলবে ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 ঢাকা: খালেদা জিয়ার নেতৃত্বে সত্যিকারের গণতন্ত্রের জন্য আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বিএনপি নেতা আফসার আহমদ সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।



বিএনপি সত্যিকারের গণতন্ত্রের জন্য আন্দোলন করছে জানিয়ে নজরুল ইসরা খান বলেন, সেই গণতন্ত্র অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

গত ৫ জানুয়ারির নির্বাচন প্রহসনের নির্বাচন উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, এখনকার গণতন্ত্র গ্রহণযোগ্য নয়। শুধু দলীয় সরকার নয়, দলীয় সংসদদের বহাল রেখে নির্বাচন করা হয়েছে।

ওই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যে সংকটের সৃষ্টি হয়েছে তা উত্তরণে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান এই বিএনপি নেতা।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
** ‘তারাই ষড়যন্ত্র করছেন’

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমআইএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।