ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

আনন্দমোহন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
আনন্দমোহন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।  

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কলেজের মূল ফটক থেকে একটি মিছিল শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন বিভাগ ঘুরে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উদয়, ছাত্র সমাজ আহ্বায়ক ইয়াসিন আরাফাত, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সবুজ ও শেখ সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা আগামী ৭ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার জন্য কলেজ প্রশাসনকে সময়সীমা বেধে দিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।