ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে জেএমবির আরও ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
সিরাজগঞ্জে জেএমবির আরও ২ সদস্য আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আরও দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৮ অক্টোবর) ভোরে সদর উপজেলার চর ছোনগাছা ও কাজিপুর উপজেলার বরইতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক সদস্যরা হলেন- সদর উপজেলার চর-ছোনগাছা কারিগর পাড়ার আবুল কাশেমের ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ষষ্ঠ বর্ষের ছাত্র মো. মোতালেব হোসেন (২২) ও কাজিপুর উপজেলার বরইতলী গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে মো. হযরত আলী (৩৩)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সাতদিনের রিমান্ড চেয়ে তাদের  রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমান উভয়ের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন এলাকায় থেকে জেএমবির সাত সদস্যকে আটক করা হয়েছে বলে জানান উপপরিদর্শক (এসআই) রওশন।  

তিনি আরও জানান, এর আগের রোববার (১১ অক্টোবর) উল্লাপাড়া থানা পুলিশ উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘব বাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের দুই ছেলে ওমর আলী আকন্দ (২৮) ও ইদ্রিস আলী আকন্দ (৩০) এবং সদর উপজেলার শাহান গাছা গ্রামের বেলাল হোসেনের ছেলে সোয়াইব হোসেন বাবুকে (১৯) আটক করে।

এদের দেওয়া তথ্যানুযায়ী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সদর উপজেলার চর ছোনগাছার আবুল কাশেমের ছেলে মাহমুদুল হাসান (২০) এবং সদর উপজেলার ভেওয়ামারা গ্রামের মৃত শাহজামালের ছেলে সুলতান মাহমুদকে (৪৫) আটক করা হয়।

আটক সুলতানের দেওয়া তথ্যমতে রোববার ভোরে মোতালেব ও হযরত আলীকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।