ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরের উন্নয়ন না হলে বাংলাদেশ উন্নত দেশ হবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
রংপুরের উন্নয়ন না হলে বাংলাদেশ উন্নত দেশ হবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা বলেছেন, রংপুরের উন্নয়ন না হলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতে পারবে না।
 
রোববার (১৮ অক্টোবর) অফিসার্স ক্লাব মিলনায়তনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন।


 
প্রতিমন্ত্রী বলেন, রংপুরের মানুষের মধ্যে রাজনৈতিক ভেদাভেদ নেই। যার দল তার তার, রংপুর বিভাগের উন্নয়নে অংশগ্রহণ চাই সবার। রংপুর পিছিয়ে থাকলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হতে পারবে না। এজন্য শিক্ষিত, কর্মঠ হয়ে জেগে উঠতে হবে।
 
রংপুর বিভাগের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর রয়েছে জানিয়ে তিনি বলেন, চাইলেই প্রধানমন্ত্রী রংপুরের জন্য বরাদ্দ দিচ্ছেন।  
 
প্রতিমন্ত্রী বলেন, কুড়িগ্রামকে এক সময় ‘মঙ্গা’ বলে অবহেলিত করা হলেও সব থেকে ভালো অবস্থানে রয়েছে এই জেলা।
 
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান প্রমুখ।
 
নবিনির্বাচিত কমিটির সভাপতি কেরামত উল্লাহ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও রয়েছেন ঢাকাস্থ রংপুর বিভাগের বিশিষ্টজনরা।  
 
সমিতির সাধারণ সম্পাদক গাউসুল আজম বিপুর সঞ্চালনায় রংপুরের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখছেন বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।