ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বর্তমানে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
বর্তমানে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই আমাদের চোখ-কান সব সময় খোলা রেখে চলতে হবে।

ষড়যন্ত্রকারী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, বাংলাদেশে একটি চক্র ষড়যন্ত্র করে বিদেশিদের হত্যা করছে। যাতে বাংলাদেশের সুনাম নষ্ট হয়। কারণ বাংলাদেশের সুনাম নষ্ট হলে এদেশে কোনো বিদেশি আসবে না। সেই সঙ্গে গার্মেন্টস ব্যবসায় ধ্বস নামবে।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্তের বিনিময়ে বাংলাদেশ উপহার দিয়েছেন। কিন্তু আগে কেউ দেশটিকে সাজাতে পারেনি। ১২ বছরে বাংলাদেশকে ফুলে-ফলে সবকিছুতেই পরিপূর্ণভাবে সাজিয়েছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। -বলেন মন্ত্রী।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো সন্ত্রাসীর রাজনীতি করে না। তাই দলে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই। তিনি (ফারুক) যদি পুলিশের গুলিতে নিহত হতেন তাহলে সেটা ছিল অন্য কথা। কিন্তু আমাদের এই নেতা দলের নেতাকর্মীদের হাতেই নির্মমভাবে খুন হয়েছেন। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এমন আত্মঘাতি মনোভাব থাকা যাবে না। এই মনোভাব থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।

এই দেশে জঙ্গিদের লালন-পালন করছে বিএনপি-জামায়াত। তারাই জঙ্গিদের দিয়ে নির্মমভাবে একের পর এক মানুষ হত্যা করছে, বোমা মারছে। বিএনপি-জামায়াত এমন একটা দল, যারা শবে বরাতের রাতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মারতে পারে। তাদের মধ্যে কোনো মানবতাবোধ নেই। যারা যুদ্ধেই যায়নি তারা আবার দেশকে ভালোবাসবে কি করে? তারাতো মানুষ মারবেই বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, আমরা কোনোভাবেই জঙ্গিবাদের পক্ষে ছিলাম না, বর্তমানেও নেই। আমরা বাংলাদেশ থেকে চিরতরে জঙ্গিবাদ নির্মূল করবোই।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, পাট ও বস্ত্রী প্রতিমন্ত্রী মীর্জা আজম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী প্রমুখ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।