ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ঘুমিয়ে স্বপ্ন দেখলে উন্নয়ন হবে না

ডিস্ট্রিক্ট করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ঘুমিয়ে স্বপ্ন দেখলে উন্নয়ন হবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, আমাদের আমাদের সেই স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্ন দেখলে ঘুম হারাম হয়ে যাবে। নিজেকে জ্ঞানে, দেশপ্রেমে সমৃদ্ধ করা যাবে। আর এসবের বাস্তবায়ন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সচিব আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. অধ্যাপক মুনাজ আহমেদ নূর, গাজীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল বারী, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. আমির হোসাইন রাহাত, গাজীপুর সিটি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন ভুইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।