ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রোডমার্চে পুলিশি হামলার ঘটনায় বিএনপির নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
রোডমার্চে পুলিশি হামলার ঘটনায় বিএনপির নিন্দা

ঢাকা: সন্দুরবন অভিম‍ুখে গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চে পুলিশের লাঠিপেটায় ১০ জন এ্যাক্টিভিষ্ট আহত হওয়ায় ঘটনায় সমবেদনা ও  নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

  

সরকারের তরফ থেকে সভা-সমাবেশ-ৠালি-প্রতিবাদ করার সকল মাধ্যমকে বলপ্রয়োগের মাধ্যমে অসাংবিধানিক পন্থায় দমন করার কলা-কৌশলের নিন্দা জানায় বিএনপি।

দেখা যাচ্ছে, ২০১৫ সালে ৫ জানুয়ারিতে ভোটারদের ভোট ছাড়াই এখন যে সরকার ক্ষমতায় রয়েছে-তারা ক্রমাগতভাবে শুধু ভোটের অধিকার হরণ করেই ক্ষ্যন্ত থাকছে না-তারা একাধারে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংবিধানে প্রতিশ্রুত সকল মৌলিক ও মানবাধিকারকেও হরণ করতে পিছপা হচ্ছে না।

পৃথিবীর অন্যতম প্রাকৃতিক হেরিট্যাজ-সুন্দরবনের সন্নিকটে কয়লভিত্তিক কোনো প্রকল্প গড়ে উঠুক- বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল, পরিবেশবাদী সংগঠন এর বিরোধীতা করে আসছে। কেননা রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হলে সুন্দরবন বিপন্ন হয়ে যাবে। দেশের মানুষ ও পরিবেশের ক্ষতি হবে না এমন কোনো স্থানে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠুক তা চায়, কিন্তু কোনভাবেই সুন্দরবনের বিনিময়ে নয়।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।