ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলা পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
ভোলা পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

ভোলা: শহরের পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের গাজীপুর সড়কস্থ ২ নং ওয়ার্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


 
জেলা যুবলীগ নেতা শাহনেওয়াজ পলাশের উপস্থাপনায় ও যুবলীগ নেতা মো. সামসুদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ভোলা পৌর সভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামাম মনির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইফনুছ, সাংগঠনিক সম্পাদক ও কাচিয়া ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।