ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ডেনমার্কে শেখ রাসেলের জন্মদিন পালিত

ডেনমার্ক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
ডেনমার্কে শেখ রাসেলের জন্মদিন পালিত

ডেনমার্ক (কোপেনহেগেন): বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মদিন পালন করেছে ডেনমার্ক শাখা আওয়ামী লীগ।

রোববার (১৮ অক্টোবর) কোপেনহেগেনে এ লক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।



ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়ার সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিঙ্কনের সভাপতিত্বে আলোচনা সভায় মুঠোফোনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি।

সভায় বক্তারা বলেন, শেখ রাসেল আজীবন বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে। তাকে যারা হত্যা করেছে, তারা আজীবন ঘৃনার পাত্র হয়ে থাকবে।

সভায় আরও বক্তব্য রাখেন, ডেনমার্ক আওয়ামী লীগের সহ-সভাপতি আ ন ম আরিফ খালেক, জামাল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মানজুর আহমেদ লিমন, মোতালেব ভুঁইয়া, দপ্তর সম্পাদক হিল্লোল বড়ুয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, অভিবাসন বিষয়ক সম্পাদক আমির হোসেন প্রমূখ।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।