ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ লেবার পার্টির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
বাংলাদেশ লেবার পার্টির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

ঢাকা: বাংলাদেশ লেবার পার্টির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (২২ অক্টোবর)। দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে সপ্তাহব্যাপী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা ও সাংগঠনিক সপ্তাহ পালনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।



মঙ্গলবার (২০ অক্টোবর) সংগঠনটির প্রচার সম্পাদক আবদুর রহমান খোকনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ অক্টোবর দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও মরহুম আবদুল মতীনের স্মরণে দোয়া, ২৩ অক্টোবর প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটা ও ২৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এসব কর্মসূচিতে উপস্থিত থাকবেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৫
জেডএফ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।