ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৯৬ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৯৬ নেতাকর্মী কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুর জেলা জামায়াতের রাজনৈতিক  বিষয়ক সম্পাদক ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসেনসহ বিএনপি ও জামায়াতের ৯৬ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।



পুলিশ জানায়, ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় নাশকতার ঘটনায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর নামে মামলা করে পুলিশ। পরে মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়।

আদালত পরিবর্তন হওয়ায় মঙ্গলবার জামিনে থাকা ৯৬ আসামি নতুন করে জামিনের জন্য আদালতে হাজির হয়ে আবেদন করেন। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নির্দেশমতো ‍আসামিদের কারাগারে পাঠানো হচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন কোর্ট পরিদর্শক শামীম মুসা।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।